প্রধান মেনু

সৈয়দপুর পৌরসভার ইফতার মাহফিল অনুষ্ঠিত

 নীলফামারী সংবাদদাতা ঃ সৈয়দপুর পৌরসভা উদ্যোগে সাংবাদিক ও সুধিজনদের নিয়ে ইফতার মাহফিল এর আয়োজন করে পৌর পরিষদ। গত ৩১ মে বিকাল ৬ টা থেকে রাত ৮ পর্যন্ত পৌর প্রাঙ্গণে প্রাক বাজেট নিয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করে পৌর মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার। প্রায় ১৫০ কোটি টাকার বাজেটের বিভিন্ন দিক এবং চলমান উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে বক্তব্য রাখেন আগত অতিথিরা।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোকছেদুল মোমিন, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, উপজেলা সমবায় অফিসার মশিয়ার রহমান, বণিক সমিতির সভাপতি ঈদ্রিস আলী, বিএনপি নেতা কাজী একরামুল হক, জাতীয় পার্টির লাকী বসুনিয়া, আলহাজ্ব জয়নাল আবেদীন, সাংবাদিক আমিনুল হক, সৈয়দপুর থানার অফিসার্স ইনচার্জ শাহজাহান পাশা, ব্রাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম অফিসার মাহফুজুর রহমান, প্যানেল মেয়র -১ জিয়াউল হক জিয়া, প্যানেল মেয়র -২ শাহিন আকতার প্রমুখ। ইফতার মাহফিলে সৈয়দপুরের বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষক মন্ডলী, সুধিজন ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। বক্তারা সৈয়দপুর পৌরসভার অর্থায়নে একটি শিশু পার্ক (বিনোদন কেন্দ্র) নির্মাণের দাবী জানান। এসময় পৌর মেয়র শিশু পার্ক নির্মাণের আশ্বাস দেন এবং সৈয়দপুর পৌরসভা উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।