সৈয়দপুরে হেযবুত তওহীদের ইফতার মাহফিল অনুষ্ঠিত
নীলফামারীর সৈয়দপুরে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১০ জুন সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ ক্লাবে জেলা হেযবুত তওহীদ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মোখছেদুল মোমিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহজাহান আলী বাবুল, সৈয়দপুর পৌরসভার মহিলা কাউন্সিলর কনিকা রানী সরকার, জেলা মহিলা সংস্থার সভানেত্রী রাবেয়া আলিম। হেযবুত তওহীদ নীলফামারী জেলা সভাপতি মো: নুর আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক পৌর চেয়ারম্যান জিকরুল হক, দৈনিক মুক্তভাষা’র ভারপ্রাপ্ত সম্পাদক শাহজাহান আলী মনন, ডেইলীঅবজারভার জেলা প্রতিনিধি সাব্বির আহমেদ সাবের, দৈনিক ঢাকা প্রতিদিনের জেলা প্রতিনিধি দুলাল সরকার, নীলফামারী সদর সভাপতি ইসরাইল আলিম, কিশোরগঞ্জ উপজেলা সভাপতি মো: বুলবুল হোসেন, জলঢাকা উপজেলা সভাপতি মো: খলিলুর রহমান খলিল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৈয়দপুর উপজেলা সভাপতি মো: তানভির আলম রাসেল।