সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে সবাইকে যত্নশীল হতে হবে — গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
ঢাকা, ১৯ ফাল্গুন (৩ মার্চ ২০১৯): গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে সমন্বিত একটি রাষ্ট্র ব্যবস্থায় দায়িত্বশীলতা, মানবিকতা, নৈতিকতা ও মূল্যবোধকে জাগ্রত করতে হবে। সে বিষয়ে সবাইকে যত্নশীল হতে হবে’।
মন্ত্রী আজ ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের ৫৯তম কনভেনশন উপলক্ষে ড. প্রকৌশলী এম এ রশীদ স্মারক বক্তৃতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। প্রকৌশলীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, বাংলাদেশের এগিয়ে চলার ক্ষেত্রে প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘বাংলাদেশের নাগরিকরা দেশের বাইরে, নাসা থেকে শুরু করে অন্যান্য জায়গায় যে ভূমিকা রাখছে, সে ভূমিকায় তাঁরা বাংলাদেশকে উজ্জীবিত করছে। তাঁরা সেখানে বাংলাদেশের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন, বাংলাদেশের পরিসর, পরিধিকে তারা উচ্চ পর্যায়ে নিয়ে যাচ্ছেন।’
মন্ত্রী বলেন, ‘গ্রামের প্রত্যন্ত ও তৃণমূল মানুষ তথ্যপ্রযুক্তির সাথে সম্পৃক্ত হয়ে পড়েছে। বাংলাদেশে প্রযুক্তির বিকাশের ক্ষেত্রে প্রকৌশলীদের অবদান অনন্য। প্রতিটি সেক্টরে প্রকৌশলীদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সরকার ব্যবস্থাপনার উন্নয়নের যে সূচক, এই সূচকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অনেক প্রকৌশলীই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে টিমওয়ার্কে কাজ করছেন। এ কাজের গতিকে বৃদ্ধি করতে হবে। সরকারের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা দিতে আমরা প্রস্তুত আছি।’
অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাহফুজুল ইসলাম, সভাপতিত্ব করেন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার শামীস জেড বসুনিয়া এবং অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের সভাপতি প্রকৌশলী আবদুস সবুর এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মঞ্জুর মোর্শেদ।