রাজশাহীতে মেডিকেল কলেজ হাসপাতালে প্রবাসী ছাত্রীর আত্মহত্যা
রাজশাহী মহানগরীর ইসলামী মেডিকেল কলেজে হাসপাতালে এক বিদেশী ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আজ বুধবার
সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।নিহত শিক্ষার্থী ছিলেন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। জানা যায়, কলেজের ছাত্রী হোস্টলে উড়না গলায় দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তবে কি কারণে এই আত্মহত্যা এই বিষয়ে এখনো পযন্ত জানা যায়নি।
(হোসেন মোঃ আশরাফুজ্জামান সাব্বির, রাজশাহী)
« উদীচী’র সত্যেন সেন গণসঙ্গীত উৎসব (পূর্বের খবর)
(পরের খবর) জঙ্গী মাদক ও সন্ত্রাসের পথ পরিহার করতে অভিভাবক শিক্ষক ও প্রশাসনকে কঠোর হতে হবে – ফরিদপুরের জন সভায় প্রধানমন্ত্রী »