প্রধান মেনু

মিরপুর দিয়াবাড়িতে আগুন,নিয়োন্ত্রনে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট(ভিডিওসহ)

মোরসালীন আহমেদ (অপু): মিরপুরের দিয়াবাড়িতে একটি ঝুট কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ঝুট গোডাউন ছাড়াও বেশ কিছু টিনশেড ঘরবাড়ি আগুনে পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ কিংবা ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যায়নি।

আজ রবিবার বেলা ২ টার পড়ে লাগা আগুন প্রায় একঘণ্টার বেশি চেষ্টায় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে আনে বলে দারুস সালাম থানার ওসি সেলিমুজ্জামান জানিয়েছেন।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, দিয়াবাড়ি মোড়ে কিছু টিনশেড ঘর আছে। এগুলো ঝুট কাপড়ের গোডাউন হিসেবে ব্যবহৃত হয়। সেখানে কিছু বস্তি ঘর আছে, আগুনে সেগুলোও পুড়েছে।

আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানান ওসি সেলিম।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মিজানুর রহমান জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।