মধু চন্দ্রিমায় থাকা কোহলিকে অধিনায়ক রেখে দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় ওয়ানডে দল ঘোষণা

আগামী ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফরে ছয় ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য বিরাট কোহলির নেতৃত্বে ১৭ সদস্যের নাম ঘোষণা করেছে ভারতীয় নির্বাচকরা। সদ্য শ্রীলংকার বিপক্ষে শেষ হওয়া টি-২০ সিরিজে বিশ্রাম দেয়া কোহলির ফেরা ছাড়া আর বড় কোন বিস্ময় নেই ঘোষিত দলে। সীমিত ওভারের দলে নেই রবিচন্দ্র অশ্বিন এবং রবিন্দ্র জাদেজা।
তবে ওয়ানডে সিরিজের আগে প্রোটিয়াদের বিপক্ষে অনুষ্ঠিতব্য টেস্ট সিরিজের দলে আছেন দুজনই। গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে শেষ ওয়ানডে খেলেছেন এ স্পিনারদ্বয়।শ্রীলংকার বিপক্ষে সিরিজে ধর্মশালায় প্রথম ওয়ানডের আগে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ার পর সুস্থ হয়ে দলে ফিরেছেন অলরাউন্ডার ৩২ বছর বয়সী কেদার যাদব। লংকান সিরিজে যাদবের পরিবর্তে সুযোগ পাওয়া তামিলনাড়ু অফস্পিনার ওয়াশিংটন সুন্দর দল থেকে বাদ পড়েছেন।
ভারতীয় দলের পেস আক্রমণ বিভাগকে আরো সমৃদ্ধ করতে দলে ফিরেছেন মোহাম্মদ সামি। এছাড়া ফিরেছেন পেসার শারদুল ঠাকুরও। ওপেনার হিসেবে ব্যর্থ হওয়ার পরও দলে আছেন আজিঙ্কা রাহানে। তবে বাদ পড়েছেন উমেশ যাদব ও কেএল রাহুল। ঘোষিত ভারতীয় দল – বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, আজিঙ্কা রাহানে, মনিষ পান্ডে, কেদার যাদব, এমএস ধোনি (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক, হার্ডিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব, যুজবেন্দ্রা চাহাল, শ্রেয়াস আইয়ার, মোহাম্মদ সামি, অক্ষর প্যাটেল, শারদুল ঠাকুর।