বড়াল নদ থেকে উদ্ধার হওয়া সেই লাশের পরিচয় শনাক্ত
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় বড়াল নদ থেকে উদ্ধার হওয়া সেই লাশের পরিচয় পাওয়া গেছে। ওই নারীর নাম মমেজান বেওয়া (৮০)। তিনি রাজশাহী জেলার চারঘাট উপজেলার কালুহাটি গ্রামের মৃত মহররম খামারুর স্ত্রী।
বৃদ্ধার বড়ো মেয়ে তোছলিমা বেগম বলেন, তাঁর মায়ের স্টোক করার কারণে মাথায় সমস্যা ছিল। ৪ দিন আগে কাওকে না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে না আসায় বিভিন্ন স্থানে মাইকিং করা হয়। পরে জানতে পারেন বাগাতিপাড়া থানায় একটি লাশ পাওয়া গেছে। তাই বাগাতিপাড়া থানায় আসলে তাদের লাশ শনাক্তের জন্য মর্গে পাঠানো হয়। সেখানে গিয়ে লাশ দেখে চিনতে পারেন যে, এইটাই তাদের মা।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, বৃদ্ধার ছেলে- মেয়েরা তাঁর মায়ের এনআইডি কার্ড ও তাদের এনআইডি কার্ড নিয়ে এসেছিল। এগুলোর সাথে আরও কিছু তদন্তের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়েছে। পরে তাদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।
« টিসিবির পণ্য বিক্রয় উদ্বোধন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী দেশের নিম্নআয়ের এক কোটি পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় অব্যাহত থাকবে (পূর্বের খবর)
(পরের খবর) কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন »