বিশ্ব জাকের মঞ্জিল ও চন্দ্রপাড়া দরবার শরীফে দেশের অন্যতম ঈদ জামায়াত
নিজস্ব প্রতিনিধি ॥ ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিল ও চন্দ্রপাড়া পাক দরবার শরীফে দেশের অন্যতম ঈদুল ফেতরের জামায়াত অনুষ্ঠিত হয়। বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের প্রধান জামায়াত সকাল ১০টায় দরবার শরীফের জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন মওলানা মোঃ আবুল হাসেম লক্ষীপুরী ছাহেব। বিশ্বের শান্তি প্রিয় মানবতার সুখ-শান্তি ও উত্তর উত্তর সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করেন। বিশ্ব ওলির অধ্যাতিক প্রতিনিধি পীরজাদা আলহাজ্ব খাজা মাহফুল হকের নির্দেশে অপর প্রতিনিধি আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মোজাদ্দেদী। এছাড়া সারা দেশে বিশ্ব ওলী খাজা বাবা ফরিদপুরী (কু:ছে:আ:) তরিকার জাকেরানদের পরিচালনা মোট ৮৭টি খানকা শরীফের অধীনে ৮৭টি ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়। অপরদিকে সকাল ৮টায় চন্দ্রপাড়া দরবার শরীফের ঈদ জামায়াতে প্রায় ৪০ হাজার মুসুল্লী ও জাকেরানদের সমাবেশ ঘটে বলে দরবার শরীফ সূত্রে জানান। নামাজ শেষে মুসলিম উম্মার সুখ, শান্তি ও উত্তর উত্তর সাফল্য কামনা করে মোনাজাত পরিচালনা করেণ গদীনাসীন পীর শাহ্ধসঢ়;সুফী সৈয়দ কামরুজ্জামান আল ওরসি।