প্রধান মেনু

বিশ্বের যে কোন পর্যায়ে শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রাখতে পারে এ দেশের শিক্ষার্থীরা — স্পিকার

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশের শিক্ষার্থীরা যথেষ্ট মেধাবী। বিশ্বের যে কোন পর্যায়ে তারা তাদের শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রাখতে পারে প্রয়োজন শুধু সুযোগ ও সক্ষমতা তৈরি করে দেওয়া। কোন শিক্ষার্থী যেন অকালে ঝরে না পড়ে ও শিক্ষা অর্জন প্রক্রিয়া যাতে সহজ হয় সেজন্য সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের প্রতি সহযোগিতার হাত সম্প্রসারণ করার জন্য তিনি উদাত্ত আহবান জানান।তিনি আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় আ্যলামনাই এসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

স্পিকার বলেন, শিক্ষা ও সামাজিক উদ্যোগের জন্য বৃত্তি প্রদান এক অনন্য উদ্যোগ। এই আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষা সহায়তার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরো সুদৃঢ় হবে । জ্ঞাননির্ভর সমাজ ব্যবস্থা গড়ে তুলতে, তথ্যপ্রযুক্তি সম্পন্ন আধুনিক শিক্ষা ও বিশেষায়িত শিক্ষায় শিক্ষিত হতে শিক্ষার্থীদের প্রতি তিনি আহবান জানান। ৫২৫ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করায় ঢাকা এসোসিয়েশন অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান এবং বাংলাদেশ ব্যাংকের বিশ্ববিদ্যালয় আ্যলামনাই এসোসিয়েশনকে ধন্যবাদ জানান। 

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রধান পৃষ্ঠপোষক ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনা #ডেপুটি গভর্নর এস কে সুর।