প্রধান মেনু

বাউফলে হাত পাখার নির্বাচনী প্রচারণা শুরু

মোঃ শফিকুল ইসলাম,বাউফল প্রতিনিধি: পটুয়াখালী-২বাউফল আসন ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) এর মনোনীত প্রার্থী পটুয়াখালী-২ বাউফল আসনে আলহাজ্ব মাওলানা নজরুল ইসলাম হাত পাখার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন আজ ১২-১২-১৮ বুধবার ইসলামী শাসনতন্ত্র আনন্দোনেল নেতাকর্মীদের নিয়ে বাউফল পৌর শহর সহ বিভন্ন জায়গায় ব্যবসাদের সেঙ্গে কুশল বিনিময় করেন তিনি এ সময় দেশের শন্তি শৃঙ্খলা বজয়রাখতে হাত পাখায় মার্কায় ভোট দিতে ভোটাদের প্রতি অনুরোধ জানান তিনি ।

ভোটাদের আরো বলেন আমি এমপি হতে পারলে প্রথমেই এই বাউফল উপজেলার সকল সাধারণ জনগণের জন্য অবহেলিত বিচার ব্যবস্থা সঠিক সুন্দর ভাবে সুশৃঙ্খলতায় নিয়ে আসবো। তিনি আরও বলেন, জনগণের আস্থা নিয়ে আশা রাখছি আমি এমপি হলে বাউফল থেকে সমস্ত মাদক নির্মূল করবো। এবং প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় ইসলামী মোতাবেক সাধারণ অসাধারণ জনগণের সঠিক অধিকার ফিরিয়ে দিব।