বাউফলে গুনিজনদের সম্মানে ইফতার পার্টি
নিজস্ব প্রতিনিধিঃপটুয়াখালীর বাউফল বাজার সমিতির উদ্যোগে ব্যবসায়ী ও গুনিজনের সম্মানে ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে সহকারি কমিশনার (ভূমি) বাউফল এর কার্যালয়ে এ ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। বাউফল পৗর শহরের ৪নং ওয়ার্ড কাউন্সিলর হুমায়ন কবিরের সভাপতিত্বে আয়োজিত ইফতার পার্টিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) এএফএম আবু সুফিয়ান, বাউফল থানা অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার (সাবেক) সামসুল আলম মিয়া, প্রেসক্লাব সভাপতি হারুন অর রশিদ, সম্পাদক এম অহিদুজ্জামান ডিউক ও সাংবাদিক জিতেন্দ্রনাথ রয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকতা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, বিশিষ্ট ব্যবসায়িগন সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।