প্রস্তাবিত বাজেট জনকল্যাণমুখী ও দারিদ্র্যবান্ধব — প্রতিমন্ত্রী রাঙ্গাঁ
পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, চলতি অর্থ বছরে প্রস্তাবিত বাজেট জনকল্যাণমুখী ও দারিদ্র্যবান্ধব। এ বাজেট বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ও শিল্পায়ন প্রক্রিয়া ত্বরানি¦ত হওয়ার পাশাপাশি দারিদ্র্যবিমোচন, কর্মসংস্থান ও সুশিক্ষার সুযোগ সৃষ্টি হবে।
তিনি আজ গংগাচড়া ডিগ্রি কলেজে উপজেলা জাতীয় পার্টি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন। এ সময় স্থানীয় জাতীয় পার্টির নেতা মোঃ শামসুল আলম ও মতিউর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার সকল অঞ্চলের সুষম উন্নয়নে বিশ্বাসী। এ নীতিতে রংপুরসহ সারাদেশের শিক্ষা, কৃষি, বিদ্যুৎ, পরিবেশ ও ভৌত অবকাঠামো খাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। তিনি এসব উন্নয়ন কর্মকা-ের সুফল সাধারণ মানুষের দৌরগোড়ায় পৌঁছে দিতে জাতীয় পার্টির সকল নেতাকর্মীকে সরকারের সহায়ক হিসেবে ভূমিকা রাখার আহ্বান জানান।
এর আগে প্রতিমন্ত্রী গংগাচড়া উপজেলায় মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করে উপজেলা আইন শৃঙ্খলা, স্বাস্থ্যসেবা উন্নয়ন এবং সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভায় যোগদান করেন।