নড়াইলে ঈদের নামাজ আদায় করলেন ক্রিকেট তারকা মাশরাফি।।
নিজস্ব প্রতিনিধি : নড়াইল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করলেন মাশরাফি বিন মুর্তজা (কৌশিক)। আজ শনিবার সকাল ৮ টার সময় মামা বাড়ি থেকে ছোট ভাই মোরসালিন বিন মুর্তজা সিজার, মামা নাহিদুল ইসলামসহ পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে ঈদগাহে এসে পৌঁছান বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক।প্রতিবারের মতো এবারও ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত এই ক্রিকেট তারকা আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, এলাকাবাসী ও ভক্তদের সঙ্গে নামাজ আদায় করেন।এসময় নড়াইল কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে জেলা প্রশাসক মো. ইমদাদুল হক চৌধুরী, দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) এ, এফ,এম আমিনুল ইসলাম , জেলা ও দায়রা জজ শেখ আব্দুল আহাদ সহ সর্বস্তরের মুসল্লিরা ঈদ জামায়াতে শরিক হন। সকাল ৮ টায় অনুষ্ঠিত ঈদের প্রথম জামায়াতে ইমামতি করেন নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা শফিউর রহমান শফিউল্লাহ।
« খালেদা জিয়ার সাক্ষাৎ পেলেন না ফখরুলরা (পূর্বের খবর)
(পরের খবর) মেহেরপুরে মাদকসেবীর কোপে যুবক আহত »