প্রধান মেনু

টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টার একাডেমীক ভবন উদ্বোধন

টঙ্গী থেকে ঃ টঙ্গীর মামদী মোল্যা স্কুল এন্ড কলেজে শহীদ আহসান উল্লাহ মাস্টার একাডেমীক ভবন উদ্বোধন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম মোল্লা লাবুর সভাপতিত্বে এবং যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লার পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরষ্কার বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন টঙ্গী পৌরসভার সাবেক কাউন্সিলর বিদ্যালয় প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন মোল্লা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি, টঙ্গী পৌরসভার সাবেক মেয়র এড. আজমত উল্লা খান, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাজী ইলিয়াস আহম্মেদ, টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান, শিক্ষক প্রতিনিধি আবুল কাশেম, টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক, ভাষা সৈনিক আব্দুল মতিন চৌধুরী, গাজীপুর জেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনছুরুল আলম মিলন, মঞ্জুরুল ইসলাম লিটন, মমিন উদ্দিন মোল্লা, ছানাউল্যা মোল্লা, টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মোল্লা, মামদী মোল্লা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ওয়াহিদা সুলতানা, মকসুদুর রহমান রতন, সিরাজুল হক, হাসান আলী, সাহাবুদ্দিন, সেলিনা আক্তার, রাহিমা আক্তার, আয়শা আক্তার ডলি, শহিদুল ইসলাম জুয়েল, গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দীপ, টঙ্গী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোশিউর রহমান সরকার বাবু, , হারুন অর সারোয়ার আলম রিপন রশিদ প্রমুখ।
আলোচনা সভা শেষে শহীদ আহসান উল্লাহ মাস্টার একাডেমীক ভবন উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।