খালেদা জিয়ার রায়ে শিবালয়ে আনন্দ মিছিল, মাঠ দখলে আওয়ামীলীগ

মানিকগঞ্জ প্রতিনিধিঃ জিয়া অরফানেজ ট্রাস্ট দূর্নীতি মামলায় খালেদা জিয়ার রায়ে সন্তুষ্টি প্রকাশ করে মানিকগঞ্জ-১ আসনের সাংসদ সদস্য এ.এম নাঈমুর রহমান দুর্জয় এর নেতৃত্বে শিবালয়ে আনন্দ মিছিল করেছে স্থানীয় আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা কর্মী। গতকাল দুপুরে টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় রায়কে কেন্দ্র করে প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়। আদালতের রায়ের খবর প্রকাশ হওয়ার পর বিকেলে শিবালয় উপজেলা পরিষদ চত্বর হতে ঢাকা-আরিচা মহাসড়কের কিছু পথে এ আনন্দ মিছিল করা হয়।
দূর্জয় তার বক্তব্যে বলেন কোন ধরনের নাশকতা বরদাস্ত করা হবেনা। মানিকগঞ্জের সকল জনসাধারনের নিরাপত্তার জন্যই আওয়ামীলীগ রাস্তায় অবস্থান নিয়েছে।
প্রতিবাদী সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়মীলীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, সদস্য মাহবুবুর রহমান জনি, শিবালয় উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল কুদ্দুস, সহ-সভাপতি বিকাশ সাহা, সাংগঠনিক সম্পাদক মহিদুজ্জামান তড়িৎ, সাংগঠনিক সম্পাদক সুভাষ মজুমদার, যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান পিন্টু, উপজেলা যুবলীগের আহ্বায়ক লালন ফকির, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক এনামুল ইসলাম সাকিব, সদস্য মফিজুর রহমান অনি, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য মনিরুল ইসলাম, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মাহমুদ আব্বাস, উপজেলা ছাত্রলীগের সভাপতি সেলিম রেজা, সাধারন সম্পাদক দুলাল হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। সকাল থেকেই দুর্জয়ের নেতৃত্বে শিবালয়ের বরংগাইল,টেপড়া,উথলী, ঘিওরের বানিয়াজুরী, পুখুরিয়া, বালিয়াখোরা সহ জেলার প্রত্যেকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে আওয়ামীলীগসহ এর সহযোগী অঙ্গসংগঠনের নেতা কর্মীদরা অবস্থান কর্মসূচি পালন করে।