আজ ও মেলেনি ছাত্র ছাত্রীদের স্বপ্নের পাঠশালা
গত ১৯৭১ সালে স্থাপিত হয় সি এইচ এস এস রহমানিয়া মেমোরিয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। ততকালিন আওয়ামীলিগ সমর্থন এম, পি মোঃ মহিউদ্দিন আহম্মেদ উদ্ভোধন করেন টিনের চাল ও টিন দ্বারা বেড়া একটি স্কুল। এই পাঠশালা থেকে হাজারো ছাত্র-ছাত্রী জ্ঞান অর্জন করে কেউ অনকে বড় মাপের কর্মকর্তা কেউ বা ভালো চাকুরীর বা ব্যবসা পরিচালনা করছে। কিন্তু তাদের স্বপ্নের পাঠশালাটি আজও পর্যন্ত পরিবর্তন হয়নি। ঝড় বৃষ্টির কারনে টিন দ্বারা পানি ঝরে ক্লাশ রুমে তা উপক্ষো করেও থেমে থাকেনি ছাত্র ছাত্রীদের শিক্ষার চেতনা। মাঝে মাঝে ম্যানেজিং কমিটির সাহায্যে দু চারটি টিন ও ভাঙ্গা বেড়া মেরামত করে ক্লাস করার উপযোগী করে দেওয়া হয়। গত ১৯৭১ সাল থেকে ম্যানেজিং কমিটি ও শিক্ষক বৃন্দ ধরে রেখেছে এই পাঠশালাটি। তাদের মনের আশা এই পাঠশালাটি কোন একদিন ভবন আকারে দেখবে প্রায় পাঁচটি গ্রাম থেকে আনুমানিক তিনশত পঞ্চাশ জন ছাত্র-ছাত্রী স্কুলে প্রতিদিন উপস্থিত হয়। ছাত্র-ছাত্রীদের আকুল আবেদন আমাদের ভাঙ্গা টিনের পাঠশালাটি যেন সরকারের সু-নজরে পরে।
রিপোর্টার:- আছাদুল কবির, থানা প্রতিনীধি, হেসামদ্দি, ভাসানচর, মেহেন্দিগঞ্জ, বরিশাল।