প্রধান মেনু

আগামী নির্বাচন হচ্ছে যুদ্ধাপরাধী ও জঙ্গিবাজদের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ — -মায়া চৌধুরী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম বলেছেন, আগামী নির্বাচন হচ্ছে যুদ্ধাপরাধী, আগুন সন্ত্রাসী ও জঙ্গিবাজদের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিদের ৭১ এর অনুপ্রেরণায় এ যুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াই করতে হবে। বাংলাদেশের মাটি থেকে সন্ত্রাস ও জঙ্গিবাজদের চিরতরে নির্মূল করতে হবে।

 মন্ত্রী আজ মতলব উত্তর উপজেলায় সরকারের উন্নয়ন কর্মকা- নিয়ে প্রচারণামূলক এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ কুদ্দুস এর সভাপতিত্বে জনসভায় মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান মনজুর আহমেদ মঞ্জু, জহিরাবাদ, ফরাজীকান্দি, ষাটনল, কলাকান্দা, এখলাসপুর, মোহনপুর, ফতেপুর পূর্ব ও ফতেপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যানগণ এবং দলীয় সভাপতিগণ বক্তব্য রাখেন।

 ত্রাণ মন্ত্রী বলেন শেখ হাসিনার দূরদর্শিতায় উপজেলা পর্যায়ে প্রযুক্তি ও বিনিয়োগের প্রসার সম্ভব হয়েছে। প্রতিঘরে বিদ্যুৎ বাংলাদেশের জন্য একটি দূরবর্তী স্বপ্নের মতো ছিল উল্লেখ করে তিনি বলেন প্রধানমন্ত্রীর সাহসী ভূমিকার কারণে এ স্বপ্ন পূরণ হয়েছে। তিনি আরো বলেন, দেশি বিদেশি চাপ থাকা সত্ত্বেও সরকার যুদ্ধাপরাধীদের বিচার করে জাতিকে কলঙ্কমুক্ত করেছে।