বিশিষ্ট অভিনেতা মিজু আহমেদ আর নেই
            
                     
                        
       		চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা মিজু আহমেদ আর নেই রাত্রি ৮/৩০ মিনিটে মৃত্যু বরন করেন ইন্না লিল্লাহি—-রাজিউন, ২৭ /৩/১৭ তারিখ ঢাকা থেকে ট্রেনে দিনাজপুর যাওয়ার সময় পথেই তার হাট অ্যাটাক হয়, এ সময় ট্রেনে থাকা চিকিৎসক কর্তব্যরত মিজু আহমেদ এর অবস্থা গুরুতর হলে সাথে সাথে রাজধানী কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক কর্তব্যরত তাকে মৃত ঘোষণা করেন, এবং রাত্রে পান্থপথ তার বাসায় নেওয়া হয়, ২৮/৩/১৭ সকালে এফ ডি সি তে আনা হয় সদ্য বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেতা মিজু আহমেদের প্রকৃত নাম মিজানুর রহমান তার সহ শিল্পী ও চলচ্চিত্রের সব সংগঠন ফুল দিয়ে শেষ বারের মত শ্রদ্ধা জানান এবং ১০/৩০ মিনিটে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়, এরপর লাশ নিয়ে যাওয়া হয় কুষ্টিয়া নিজ বাড়ীতে,তার উল্লেখকৃত ছবি তৃষ্ণা, স্বর্গ নরক,পরিবর্তন, গাংচিল, মাসুম, সালতানাত সহ প্রায় ৮০০ টি ছবি করেছেন,,, তিনি ।












