প্রধান মেনু

বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই বাংলাদেশের মানুষ রবীন্দ্রনাথ ও নজরুলকে সহজভাবে চর্চা করতে পারছে—-নৌপরিবহন প্রতিমন্ত্রী

ঢাকা, ৬ আষাঢ় ( ২০ জুন): নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল বলেই বাংলাদেশের মানুষ রবীন্দ্রনাথ ও নজরুলকে এত সহজভাবে চর্চা করতে পারছে।

প্রতিমন্ত্রী আজ রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু আবৃতি পরিষদ আয়োজিত ‘হৃদয়ের দুকূল, রবীন্দ্র নজরুল’  শীর্ষক রবীন্দ্র-নজরুল শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা হলেন।

সংগঠনের সভাপতি অধ্যাপক নিরঞ্জন অধিকারীর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে সাধারণ সম্পাদক ড. শাহাদাৎ হোসেন নিপু ও কবি আসলাম সানী বক্তব্য রাখেন।

প্রতিমন্ত্রী বলেন, রবীন্দ্র, নজরুল ও বঙ্গবন্ধু বাঙালি জাতির হৃদয়ে চির অম্লান হয়ে থাকবেন।