বীর মুক্তিযোদ্ধা নূরে আলম সিদ্দিকীর মৃত্যুতে মুক্তিযুদ্ধ মন্ত্রীর শোক

ঢাকা, ১৫ চৈত্র (২৯ মার্চ) : মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, তুখোড় ছাত্রনেতা ও রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা নূরে আলম সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মল হক।
আজ এক শোকবার্তায় মন্ত্রী বলেন, সত্তরের দশকের ছাত্রনেতা নূরে আলম সিদ্দিকী আমাদের স্বাধীনতা সংগ্রাম এবং মহান মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছেন। তিনি মুক্তিযুদ্ধের একজন সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে জাতির এই সাহসী সন্তানের অবদান স্মরণীয় হয়ে থাকবে।
শোকবার্তায় মন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।