প্রধান মেনু

প্রতিবন্ধী জনগোষ্ঠীর উন্নয়ন করে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে –ধর্ম প্রতিমন্ত্রী

জামালপুর, ২১ অগ্রহায়ণ (৬ ডিসেম্বর) :  ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, প্রতিবন্ধী জনগোষ্ঠীর উন্নয়ন করে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে। প্রতিবন্ধী জনগোষ্ঠীর উন্নয়ন ব্যতীত টেকসই উন্নয়ন সম্ভব নয়। প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়ে সরকারের পাশাপাশি সমাজের স্বচ্ছল ব্যক্তি এবং বেসরকারি সাহায্য সংস্থাকে আরও সংবেদনশীল হয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে এগিয়ে আসতে হবে।

প্রতিমন্ত্রী আজ জামালপুর সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন এবং ১০০ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ করেন। প্রতিমন্ত্রী বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের বোঝা নয়, বরং সম্পদ হিসেবে বিবেচনা করতে হবে। তাদেরকে সুযোগ করে দেয়া হলে তারাও দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, দেশের টেকসই তথা প্রকৃত উন্নয়ন এর লক্ষ্যে সরকার প্রতিবন্ধীসহ প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও দারিদ্র্য বিমোচন কার্যক্রম বাস্তবায়ন করছে। প্রতিমন্ত্রী বলেন, সমাজের বঞ্চিত এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি বিশেষভাবে দৃষ্টি দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরিদ্র জনগোষ্ঠীকে বিভিন্ন ভাতা, অনুদান, খাদ্য সহায়তা, স্বল্প সুদে ঋণ, প্রয়োজনীয় প্রশিক্ষণ করে মানবসম্পদ হিসেবে তৈরি করছেন। এর ফলে বাংলাদেশের সামাজিক ক্ষেত্রে বিরাট পরিবর্তন সাধিত হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্যই নয়, বরং নদী ভাঙন, বন্যা ইত্যাদি প্রাকৃতিক কারণে অনুন্নত জনপদ ও অঞ্চলের মানুষের কল্যাণে বিশেষ প্রকল্প বাস্তবায়ন করছেন। প্রতিমন্ত্রী এসময় দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি এর উদ্যোগের প্রশংসা করেন। জামালপুর জেলা প্রশাসক মুর্শেদা জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, জামালপুর জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দিলরুবা আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুর রহমান, জামালপুর জেলার সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহমেদ, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি এর সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমুখ। এরপর বিকেল ৩টা ৩০ মিনিটে জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংগঠন উন্নয়ন সংঘ এবং বাণিজ্যিক সংগঠন বিএসআরএম এর উদ্যোগে হিজড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।