ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাজমা জামানের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

ঢাকা, ২৪ শ্রাবণ (৮ আগস্ট) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. নাজমা জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, ড. নাজমা জামানের পিতা সি আই জামান ছিলেন সাবেক প্রধান প্রকৌশলী এবং পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের আত্মীয়।
« ঢাকা বিভাগে সরকারি ত্রাণ বিতরণ অব্যাহত (পূর্বের খবর)