শেখ ফজিলাতুন নেছা মুজিব ছিলেন মুক্তি সংগ্রামের নেপথ্যে অনুপ্রেরণার দাত্রী—নৌপরিবহণ প্রতিমন্ত্রী

ঢাকা, ২৪ শ্রাবণ (৮ আগস্ট) : নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার পেছনে বঙ্গমাতার ভূমিকা অপরিসীম। তাঁর আদর্শ ও ত্যাগের দৃষ্টান্ত অনস্বীকার্য। স্বাধীকার থেকে মুক্তিযুদ্ধ আর মুক্তিযুদ্ধ থেকে স্বাধীন বাংলাদেশ প্রতিটি ক্ষেত্রেই বঙ্গবন্ধুর পাশে ছিলেন বঙ্গমাতা। আমৃত্যু স্বামীর পাশে থেকে তিনি বাঙালির অধিকার আদায়ের সংগ্রামে সবসময় ছিলেন বঙ্গবন্ধুর ছায়াসঙ্গী। বঙ্গবন্ধুকে ছায়ার মতো আগলে রেখেছেন তিনি।
প্রতিমন্ত্রী আজ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মদিন উদ্যাপনের লক্ষ্যে শিল্প-সাহিত্য-সংস্কৃতি চর্চার সংগঠন ‘পদক্ষেপ বাংলাদেশ’ আয়োজিত অনুষ্ঠান ‘স্বপ্ন জয়ের আলোকমালা বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব’ শীর্ষক অনলাইন আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বলেন, বঙ্গমাতা ছিলেন অত্যন্ত আন্তরিক। বঙ্গবন্ধু যখন জেলে ছিলেন, তখন বঙ্গমাতা নিজের গহনা বিক্রি করে আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের সাহায্য করেছেন। বঙ্গবন্ধুকে যখন জেলে নিল, তখন বঙ্গমাতা পরিবার সামলানোর পাশাপাশি দলও পরিচালনা করেছেন। তিনি বঙ্গবন্ধুর দুঃখকে বুকে ধারণ করেছেন, সুখকে ধারণ করেননি। তিনি চাইলে বঙ্গভবনে থাকতে পারতেন। বাংলাদেশের ইতিহাসে শেখ ফজিলাতুন নেছা মুজিব কেবল একজন প্রাক্তন রাষ্ট্রনায়কের সহধর্মিণীর নাম নয়, বাঙালির মুক্তি সংগ্রামের অন্যতম এক নেপথ্য অনুপ্রেরণা দাত্রী।
অনলাইনে প্রধান আলোচক হিসেবে যুক্ত ছিলেন পদক্ষেপ বাংলাদেশ-এর উপদেষ্টামণ্ডলীর সদস্য দেশবরেণ্য কবি আসাদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিটিআরসি’র চেয়ারম্যান কবি শ্যামসুন্দর সিকদার, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি বাদল চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জান্নাতুন নিসা।