প্রধান মেনু

ব্যাংকে পৌরসভার হোল্ডিং ট্যাক্স প্রদান

মোঃমাসুদ আলম, গোদাগাড়ী প্রতিনিধি, রাজশাহী :  গোদাগাড়ী পৌরসভার হোল্ডিং ট্যাক্সের টাকা ব্যাংকে জমা দেওয়ার শুভ উদ্ভোদন হয়েছে দুপুর  ১ঃ০০টায়।
হোল্ডিং ট্যাক্সের টাকা ব্যাংকে জমা দেওয়ার কার্যক্রম এর শুভ উদ্ভোদন করেন, গোদাগাড়ী পৌরসভার সম্মানিত মেয়র জনাব, মোঃ ওবায়দুল্লাহ (ভারপ্রাপ্ত)  এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব, মোঃ সারোয়ার জাহান মুকুল, সচিব (ভারপ্রাপ্ত), ১নং ওয়ার্ড কাউন্সিলর জানাব, মোঃ আব্দুল জাব্বার, ৩নং ওয়ার্ড কাউন্সিলর জানাব, মোঃ মনিরুল ইসলাম মুনি, ১,২ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ২ং প্যানেল মেয়র মিসেস  ফজিলাতুন্নেছা, ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও ৩ নং প্যানেল মেয়র জনাব, মোঃশহিদুল ইসলাম, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর জানাব, এমদাদুল হক মুকুল, ৪,৫ ও ৬নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা  কাউন্সিলর জাহানারা খাতুন লাকী সহ পৌরসভার অন্যান্য সদস্যবৃন্দ।
পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র জনাব,মোঃ ওবায়দুল্লাহ বলেন, আমারা গোদাগাড়ী পৌরসভারাকে একটি মডেল পৌরসভা গড়ার লক্ষ্যে  ও পৌরবাসীর সুবিধার কথা  বিবেচনা করে  পৌরসভার মোট ৯টি ওয়ার্ডকে দুইটি ভাগে বিভক্ত করেছি।  ১,২,৩ ও ৪ নং ওয়ার্ডের নাগরিকগণ মহিশালবাড়ী বাজার উত্তরা ব্যাংক এর শাখায় ও ৫,৬,৭,৮ও ৯ নং ওয়ার্ডের নাগরিকগণ  ইসলামী ব্যাংক, গোদাগাড়ী শাখায় হোল্ডিং ট্যাক্সের টাকা পরিশোধ করতে পরবে ।
এখন থেকে ১,২,৩ ও ৪ নং ওয়ার্ডের নাগরিকগণ  এ সুবিধা ভোগ করতে পারবে।   ৫,৬,৭,৮ ও ৯ নং ওয়ার্ডের নাগরিকগণ সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে এ সুবিধা ভোগ করতে পারবে। উত্তরা ব্যাংক, মহিশালবাড়ী শাখার শাখা ব্যাবস্হাপক জনাব, আমিনুল ইসলাম বলেন, এটি একটি সুন্দর  কাজ। এর মাধ্যমে গোদাগাড়ী পৌরসভা  একটি ডিজিটাল পৌরসভা হিসেবে গড়ে উঠবে।