সড়ক দুর্ঘটনায় পঞ্চগড় সদর ওসিএলএসডির মৃত্যু

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদায় পঞ্চগড় সদরের ওসিএলএসডি সুবল কুমার সরকার (৪৫) সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। রবিবার (৬ জুন) সকাল ১১ টায় ঢাকা-পঞ্চগড় মহাসড়কের মন্নাপাড়া নামক স্থানে এ ঘটনাটি ঘটে। সুবল কুমার সরকার ঠাকুরগাঁও জেলার ফারাবাড়ীর দক্ষিণ বঠিনা গ্রামের নরেন চন্দ্র সরকারের ছেলে।
পুলিশ ও স্থানিয় সূত্রে জানা যায়, সুবল কুমার সরকার বাড়ী থেকে মোটরসাইকেল যোগে কর্মস্থান পঞ্চগড়ে যাওয়ার পথে পিছন দিক থেকে নিশাত পরিবহণ নামে একটি মিনি বাস ধাক্কা দিয়ে চলে যায়। স্থানিয় লোকজন দ্রুত তাঁকে বোদা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন।
বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ চৌধুরী দুর্ঘটনায় পঞ্চগড় সদরের ওসিএলএসডির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এ ব্যাপারে বোদা থানা একটি ইউডি মামলা হয়েছে।