পঞ্চগড়ে ছেলের হাতে মা খুন
            
                     
                        
       		এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নেশার টাকা না পেয়ে জয়তুন নেছা (৫০) নামে এক নারীকে হত্যা করেছে তার পাষণ্ড ছেলে শহিদুল ইসলাম (৩২)। ঘটনার পর থেকে পাষণ্ড শহিদুল ইসলাম পলাতক রয়েছে।
৩ এপ্রিল (শনিবার) পঞ্চগড় সদর উপজেলার মিঠাপুর এলাকায় তার নিজ বাড়িতে দুপুর দেড়টার সময় এ ঘটনাটি ঘটে। নিহত জয়তুন নেছা ওই এলাকার আব্দুল মজিদের স্ত্রী।
স্থানীয়রা জানায়, জয়তুনের ছেলে শহিদুল নেশাগ্রস্থ ছিল। দুপুরে তার বাড়ির আশপাশের লোকজন চিৎকারের আওয়াজ শুনে ঘটনাস্থলে গিয়ে দেখে টিউবওয়েল পাড়ে জয়তুনের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। এ সময় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে শহিদুলকে পালিয়ে যেতে দেখে। স্থানীয়রা দ্রুত জয়তুনকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জয়তুনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ধারণা করা হচ্ছে নেশার টাকা না দেয়ায় মাকে হত্যা করে ছেলে শহিদুল।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শফিকুল ইসলাম জানান, প্রাথমিক ভাবে আমরা জানতে পেরেছি নেশাগ্রস্থ ছেলের হাতে মা খুন হয়েছে। আসামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। অতি দ্রুত আসামীকে গ্রেফতার করা হবে।
                        (পরের খবর) সাবেক প্রধান তথ্য অফিসার হারুন-উর-রসিদের জীবনাবসান »












