নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সমন্বিত আন্তর্জাতিক প্ল্যাটফর্ম প্রয়োজন– বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ঢাকা, ১৮ ফাল্গুন (৩ মার্চ) : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, নবায়নযোগ্য জ্বালানির প্রসারে একটি সমন্বিত আন্তর্জাতিক প্ল্যাটফর্ম প্রয়োজন। সৌরবিদ্যুৎ প্রসারে ভারত বা আফগানিস্তানে বিদ্যমান সুবিধা কাজে লাগিয়ে এ অঞ্চলে সৌরবিদ্যুৎ সরবরাহ করা যেতে পারে। এজন্য প্রয়োজন গ্রিড ব্যবস্থার আধুনিকায়ন।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী আজ মন্ত্রণালয় থেকে অনলাইনে টীম ইউরোপ গ্রিন এনার্জি ইনিসিয়েটিভের সাথে সভাকালে এসব কথা বলেন। তিনি বলেন, আঞ্চলিক বা উপ-আঞ্চলিক সহযোগিতা বাড়াতে ইউরোপীয় ইউনিয়ন নেপথ্যে অবদান রাখতে পারে। বাংলাদেশের মতো ঘনবসতি এলাকায় সৌরবিদ্যুৎ বাড়াতে এমন উন্নত প্রযুক্তি লাগবে যা অল্প জায়গায় স্থাপন করা যায়। টেকসই জ্বালানি ব্যবস্থা সৃজনের জন্য প্রয়োজন উন্নত দেশের অভিজ্ঞতা বিনিময়, পলিসি ডায়লগ ও প্রয়োজনীয় বিনিয়োগ।
নসরুল হামিদ বলেন, বর্তমানে নবায়নযোগ্য জ্বালানি হতে ৭২২ দশমিক ১৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানি করার বিষয়টি চলমান। অন্যদিকে শীতকালে নেপালে বিদ্যুৎ রপ্তানিও করা যেতে পারে। ২০৩০ সালের মধ্যে ২০ শতাংশ জ্বালানি সাশ্রয়ের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। ৫ দশমিক ৮ মিলিয়ন সোলার হোম সিস্টেম স্থাপন করা হয়েছে, যার অর্ধেক মূল্য সরকার পরিশোধ করেছে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্লাইমেট ভালনারেবল ফোরাম (CVF)-এর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বাংলাদেশ গ্রিন ও ক্লিন এনার্জির প্রসারে আরো নিবেদিত হয়ে কাজ করছে। এনার্জি ট্রানজিশনের এই পর্যায়ে ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশের নবায়নযোগ্য খাতের প্রসারে কারিগরি ও আর্থিক বিনিয়োগ করে সহযোগিতা করতে পারে।
ভার্চুয়াল সভায় অন্যান্যের মধ্যে বিদ্যুৎ বিভাগের সচিব মোঃ হাবিবুর রহমান, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি Dario Trombetta; Koen Everaert; Tanzina Dilshad; Chiara Vidussi; রয়েল নরওয়ে অ্যাম্বাসির Kristin T. Waeringsaasen; সুইডেন অ্যাম্বাসির Mahbubur Rahman; Marcus Johannesson; ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক নয়া দিল্লির Donal Cannon; কেএফডাব্লিউ-এর Anirban Kundu; জিআইজেড-এর Angelika Fleddermann; Mudabbir Anam; জার্মান অ্যাম্বাসির Shaikh Mahmudul Ahsan এবং ইআইবি-এর Katrin Bock সংযুক্ত ছিলেন।