প্রধান মেনু

শোক সংবাদ বাগাতিপাড়া সদর ইউপি সদস্য গোলাম ইয়াজদানী স্বপন আর নেই

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়া উপজেলার বাগাতিপাড়া সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সদস্য ও নাটোর সুগার মিলের ক্যাশিয়ার গোলাম ইয়াজদানী স্বপন (৫৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি………….. রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, মা ও দুই কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে তিনি স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়লে তাঁকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সকাল ১১ টার দিকে মারা যান। সম্প্রতি তিনি মটোর সাইকেল যোগে নাটোর সুগার মিলে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় পায়ে মারাত্বক আঘাতপ্রাপ্ত হয়ে অসুস্থ ছিলেন।

তার মৃত্যুতে তমালতলা মোড় বাজারের সব দোকানপাট বন্ধ রেখে ব্যবসায়ীরা শোক পালন করেন।