প্রধান মেনু

নোয়াখালীতে বীর মুক্তিযোদ্ধা অহিদুর রহমান অদুদের আত্মদান দিবসে আলোচনা সভা

গাজী রুবেল, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বীর মুক্তিযোদ্ধা অহিদুর রহমান অদুদের ৫০তম আত্মদান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে নোয়াখালী প্রেসক্লাবে আলোচনা সভা আয়োজন করে শহীদ অহিদুর রহমান অদুদ স্মৃতি সংসদ।

শহীদ অহিদুর রহমান স্মৃতি অদুদ সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি মোল্লা হাবিবুর রাছুল মামুন, নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর কাজী মুহম্মদ রফিক উল্লাহ, বৃহত্তর নোয়াখালী জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিজানুর রহমান ও ফজলুল হক বাদল, এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মমতাজুল করিম বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা মিয়া মোঃ শাহজাহান, নাজমুস সাকিব পারভেজ, সাংবাদিক মনিরুজ্জামান চৌধুরী ও আবু নাছের মঞ্জু প্রমুখ।বক্তাগণ অভিযোগ করেন, মুক্তিযোদ্ধাগণ জেলা প্রশাসনকে বার বার জানানোর পরও নোয়াখালী শহরে সরকারিভাবে নির্মিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে শহীদ অহিদুর রহমান অদুদের নাম স্থান পায়নি।বক্তাগণ দ্রুততম সময়ের মধ্যে শহীদ মুক্তিযোদ্ধা গেজেটে এবং শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে অহিদুর রহমান অদুদের নাম অন্তর্ভুক্ত করা সহ তাঁর স্মৃতি রক্ষায় সরকারিভাবে উদ্যোগ গ্রহনের দাবি জানান।

মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য নোয়াখালীবাসীর কাছে স্মরণীয় নাম শহীদ অহিদুর রহমান অদুদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় বঙ্গবন্ধুর ৬ দফা, ছাত্র সমাজের ১১ দফা এবং ৬৯ এর গণঅভ্যুঙ্খানে বিশেষ অবদান রাখেন তিনি। ১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ঢাকসু) সমাজকল্যাণ সম্পাদক নির্বাচিত হন তিনি।

১৯৭১ সালের ২১ নভেম্বর নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার তালমোহাম্মদের হাটে রাজাকার-মিলিশিয়া ক্যাম্প আক্রমণকালে সম্মুখযুদ্ধে শহীদ হন তিনি।রণাঙ্গণে অহিদুর রহমানের সহযোদ্ধারা ২১ নভেম্বর ভোর রাতের দিকে বিএলএফ সদর কমান্ডার অহিদুর রহমান অদুদ ও কোম্পানীগঞ্জ থানা কমান্ডার ওবায়দুল কাদেরের (বর্তমান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী) নেতৃত্বে আমরা মুক্তিযোদ্ধারা চারদিক থেকে রাজাকার-মিলিশিয়া ক্যাম্প আক্রমণ করে।

এ সময় ক্যাম্পে অবস্থানরত রাজাকার মিলিশিয়া বাহিনীর অনেকে হতাহন হয়, প্রাণভয়ে অনেকে পালিয়ে যায়। গেরিলা যুদ্ধের কৌশল অনুযায়ী ততক্ষণে সূর্য্যরে আলো দেখা দিলে অপরারেশন সমাপ্ত করার সিদ্ধান্ত হয়। এ সময় শত্রুপক্ষের ছোঁড়া একটি গুলিতে ঘটনাস্থলে শহীদ হন অহিদুর রহমান।