চলচ্চিত্র প্রযোজক নাসিরউদ্দিন দিলু’র ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক

ঢাকা, ১৮ কার্তিক (৩ নভেম্বর) : চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সাবেক সভাপতি ও চলচ্চিত্র সেন্সর বোর্ডের সাবেক সদস্য নাসিরউদ্দিন দিলু’র ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্মুদ।
আজ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার প্রয়াণের সংবাদে শোকাহত তথ্যমন্ত্রী প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। ড. হাছান মাহ্মুদ তার শোকবার্তায় বলেন, দেশের চলচ্চিত্র অঙ্গনে চলচ্চিত্র প্রযোজক নাসিরউদ্দিন দিলু’র অবদান স্মরণীয় হয়ে রয়েছে।
ব্যবসাসফল ‘আমি সেই মেয়ে’সহ নাসিরউদ্দিন দিলু প্রযোজিত ছবির মধ্যে রয়েছে পাগলা রাজা, সোনার চেয়ে দামি, কাবিন, সাহস, নাচে নাগিন, রূপের রানী গানের রাজা, বুকের ধন, ফাঁসির আসামি, ভালোবাসা, মহান এর মতো উল্লেখযোগ্য চলচ্চিত্র।