প্রধান মেনু

প্রাইজবন্ডের ১০১তম ড্র আগামী ১ নভেম্বর

ঢাকা, ১৩ কার্তিক (২৯ অক্টোবর) : ১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ১০১তম ‘ড্র’ আগামী ১ নভেম্বর ঢাকায় সিঙ্গেল কমন ‘ড্র’ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। প্রাইজবন্ডের প্রতি সিরিজে প্রতি ‘ড্র’তে ৬,০০,০০০/- (ছয় লাখ) টাকার একটি, ৩, ২৫,০০০/- (তিন লাখ পচিঁশ হাজার) টাকার একটি, ১,০০,০০০/- (এক লাখ) টাকার ২টি, ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকার ২টি এবং ১০,০০০/- (দশ হাজার) টাকার ৪০টি-সহ মোট ৪৬টি পুরস্কার রয়েছে।

‘ড্র’ এর ফলাফল আগামী ২ নভেম্বর জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে। আজ জাতীয় সঞ্চয় অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।