প্রাইজবন্ডের ১০১তম ড্র আগামী ১ নভেম্বর

ঢাকা, ১৩ কার্তিক (২৯ অক্টোবর) : ১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ১০১তম ‘ড্র’ আগামী ১ নভেম্বর ঢাকায় সিঙ্গেল কমন ‘ড্র’ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। প্রাইজবন্ডের প্রতি সিরিজে প্রতি ‘ড্র’তে ৬,০০,০০০/- (ছয় লাখ) টাকার একটি, ৩, ২৫,০০০/- (তিন লাখ পচিঁশ হাজার) টাকার একটি, ১,০০,০০০/- (এক লাখ) টাকার ২টি, ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকার ২টি এবং ১০,০০০/- (দশ হাজার) টাকার ৪০টি-সহ মোট ৪৬টি পুরস্কার রয়েছে।
‘ড্র’ এর ফলাফল আগামী ২ নভেম্বর জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে। আজ জাতীয় সঞ্চয় অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
« ১ নভেম্বর দেশব্যাপী বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উদ্যাপিত হবে — যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী (পূর্বের খবর)
(পরের খবর) নারী বীর মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা) গেজেটভুক্তির জন্য আবেদন ও তথ্য চেয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় »