প্রধান মেনু

পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পান দোকানীর মৃত্যু

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খায়রুল ইসলাম (৪২) নামের এক পান দোকানীর মৃত্যু হয়েছে। ১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে জেলার বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নে বলরাম হাট বানিয়া পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত খায়রুল ইসলাম ওই এলাকার আব্দুল মালেকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, খায়রুল ইসলাম প্রতিদিনের মত সকালে তার পান-বিস্কুটের দোকান খুলে বৈদুতিক বাতি জ্বালাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা টের পেয়ে খায়রুলকে দ্রুত উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বোদা থানার অফিসার ইনচার্জ আবু হায়দার মোঃ আশরাফুজ্জামান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খায়রুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।