প্রধান মেনু

বাউফলে নওমালায় দীর্ঘদিন ধরে বন্ধ সেতুর নির্মাণ কাজ, ভোগান্তি শিকার

মোঃ শফিকুল ইসলাম, বাউফল প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল ও নওমালা সড়কের ভিডিসি বাজার সংলগ্ন খালের ওপর ২ কোটি ২৪ লাখের বেশি টাকার ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর কাজ দীর্ঘদিন বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। ওই সেতুটির নির্মাণ কাজ করছেন মেসার্স সম্পা কনট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের আওতায় ২০১৯-২০২০ইং অর্থ বছরে বাউফল ও নওমালা সড়কের ভিডিসি সংলগ্ন এলাকার খালের ওপর ২ কোটি ২৪ লাখ ১৮ হাজার ৮০ টাকা ব্যয়ে প্রায় ২৫ মিটার দৈর্ঘ্য সেতুটি নির্মাণের জন্য গত বছর অক্টোবর মাসে দরপত্র আহবান করা হয়। সাত দশমিক ৩ মিটার প্রস্থর এবং ৪ মিটার উচ্চতা সম্পন্ন গার্ডার সেতুটি নির্মাণের জন্য কার্যাদেশ পাওয়ার ৩ মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ করার কথা থাকলেও তা করা হয়নি।

ঠিকাদারি প্রতিষ্ঠান চলতি বছর জানুয়ারি থেকে সেতুর নির্মাণ কাজ শুরু করে। কাজের ৬০ ভাগ শেষ হলে হঠাৎ মে মাস থেকে সেতুটির নির্মাণ কাজ বন্ধ রয়েছে। তবে বিকল্প পথে যাতায়াতের জন্য ওই নির্মাণাধীন সেতুটির পশ্চিম পাশে একটি কাঠের সেতু নির্মাণ করে দেয়া হয়। বর্তমানে বর্ষার পানিতে ওই কাঠের সেতুটি দুই পাশ পানিতে ডুবে যাওয়ায় বেহাল অবস্থায় পরিণত হয়েছে।

বিভিন্ন গাড়ি চালক জানান সেতুর কাজ শুরু হওয়া থেকে আমরা বিপদে আছি বাউফলের দিকে গাড়ি নিতে পারতেছিনা যে কাঠের ব্রিজ করছে ওটা দিয়ে শুধু মোটরসাইকেল যাতায়ত করে। বিভিন্ন পথযাত্রী জানান নগরের হাট থেকে বাউফলে ২৫ টাকা ভাড়া দিয়ে যেতাম  এখন ভাড়া দিতে হয় ৩৫ টাকা কারণ জানতে চাইলে বলেন আগে ভি ডিসি সেতু দিয়ে জাইতে পারতাম এখন তো যাওয়া যায় না এখন বাবুর হাট জৌতা ঘুরে যেতে হয় এজন্য ভাড়া বেশি দিতে হয়।

প্রভাষক মশিউর রহমান বলেন ভাই সেতুর পশ্চিম পাশে যে কাঠের ব্রিজ দেওয়া হয়েছে মোটরসাইকেল নিয়ে যাওয়া আসা খুব কষ্ট কার। এছাড়াও সেতুটির সংযোগ সড়ক খানাখন্দে ভরে গেছে।  ওই সড়ক ও সেতুটি ব্যবহার করে প্রতিদিন কয়েক হাজার মানুষ পটুয়াখালী জেলা শহরসহ বিভিন্নস্থানে যাতায়াত করতে গিয়ে ব্যাপক দুর্ভোগের শিকার হচ্ছেন।