প্রধান মেনু

ফরিদপুরে জেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত 

মোঃমাহফুজুর রহমান (বিপ্লব)ফরিদপুর প্রতিনিধি:   “মুজিববর্ষের আহ্বান, ৩টি করে গাছ লাগান”   এই স্লোগানকে সামনে রেখে কেন্দ্রীয় ছাত্রলীগের দিক নির্দেশনায় ফরিদপুর জেলা ছাত্রলীগ কতৃক আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক,বীর মুক্তিযোদ্ধা, সৈয়দ মাসুদ হোসেন এবং মহিলা বিষয়ক সম্পাদিকা, জনাব আইভি মাসুদ। আজ সোমবার সকাল দুপুর ১২টার, সরকারি রাজেন্দ্র কলেজ মাঠ প্রাঙ্গনে বৃক্ষরোপণের মাধ্যমে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
এই সময় সৈয়দ মাসুদ বলেন,সৃষ্টির বুকে প্রাণিকূলের বেঁচে থাকার পেছনে বৃক্ষের রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা। বৃক্ষ মূলত পরিবেশ, আবহাওয়া ও জলবায়ুর ভারসাম্য বজায় রাখে। বন্যা, খরা, ঝড়, টর্নেডো, জলোচ্ছ্বাস, ওজনস্তর ক্ষয়, ভূমিক্ষয়, জলবায়ু পরিবর্তন, শব্দদূষণ, মাটিদূষণ, পানিদূষণ, বায়ুদূষণ প্রতিরোধ করে। এক কথায় প্রকৃতির অমূল্য ও প্রধান সম্পদ হচ্ছে বৃক্ষ। পৃথিবীকে বসবাসের উপযোগী করতে ও প্রাকৃতিক বিপর্যয়ের করাল গ্রাস থেকে দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই বৃক্ষরোপণ কার্যক্রমের মাধ্যমে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে, উঁচু-নিচু পতিত জমি, রাস্তার পাশে, নদীর পাড়ে গাছ  লাগানো অতীব গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ ছাত্রলীগ ফরিদপুর জেলা শাখার যুগ্ন- সাধারণ সম্পাদক ও সাবেক জি.এস রাজেন্দ্র কলেজ ছত্র সংসদ (রুকসু)তামজীদুল রশিদ চৌধুরী (রিয়ান) বলেন,বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের সকল নেতাকর্মী যেকোনো দুর্যোগ ক্রান্তিলগ্নে অসহায় মানুষের পাশে থাকার আহবান জানাই। তারি পরিপ্রেক্ষিতে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এই সময় আরো উপস্থিত ছিলে, সাবেক ছাত্র মিলনায়তন সম্পাদক তানভীর আহম্মেদ তমাল,সোহানুর রহমান সোহান মানব উন্নায়ন সম্পাদক ফরিদপুর জেলা ছাত্রলীগ,চরমাধবদিয়া ইউনিয়নের সভাপতি আবু হানিফ নিরব সহ ছাত্রলীগের অন্যান্ন নেতৃবৃন্দ