লকডাউনের পথে ভোলা পৌর এলাকা: ৭৫টি পরিবহন আটক ।

নিজস্ব প্রতিনিধি: করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভোলার পৌর এলাকায় অটোরিকশা মহেন্দ্র ও সিএনজি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ সোমবার পৌর মেয়র মনিরুজ্জামান মনিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। নিষেধাজ্ঞা অমান্য করায় ইতিমধ্যে ৭৫টি পরিবহন আটক করছে পুলিশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোলা শহরে চলাচলকারী সকল প্রকার যানবাহন মালিক ও চালকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, করোনা একটি প্রাণঘাতী ভাইরাস যা এখন সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে।এমতাবস্থায় যাত্রী পরিবহনকারী সকল অটোরিকশা, মাহেন্দ্র ও সিএনজিকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ভোলা পৌর এলাকায় প্রবেশ নিষিদ্ধ করা হলো।কেবলমাত্র রিকসা ও ইঞ্জিন চালিত রিকসা একজন যাত্রী নিয়ে ভোলা শহরের প্রবেশ করতে পারবে।
এছাড়া মালবাহী ট্রাক, ট্রলি, নসিমন ও করিমন সন্ধ্যা ৭টা হতে সকাল ৬টা পর্যন্ত চলাচল করতে পারবে। সকল পরিবহনের চালক ও যাত্রীগণকে অবশ্যই মাক্স ব্যবহার করতে হবে। এসব নির্দেশ অমান্যকারী বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভোলা সদর মডের ধানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, সোমবার সকাল থেকে ভোলা শহরের প্রবেশ দ্বার যুগীরঘোল, ইলিশা বাসস্ট্যান্ড ও গাজিপুর এলাকায় পুলিশের চেকেপোস্ট বসিয়ে অটোরিকশা মাহেন্দ্র ও সিএনজি শহরে প্রবেশে বাধা দেয়া হচ্ছে। ইতিমধ্যে নিষেধাজ্ঞা অমান্য করায় ৭৫টি গণপরিবহন আটক করা হয়েছে বলেও জানান ওসি।