প্রধান মেনু

দুপচাঁচিয়ায় ভ্রাম্যমান আদালতে মঞ্জু কেবল নেটওয়ার্কের ৫লাখ টাকা জরিমানা

বগুড়া প্রতিনিধি: দুপচাঁচিয়ায় গত রোববার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পল্লী বিদ্যুতের লাইন চুরি করে ব্যবহার করার অভিযোগে মঞ্জু কেবল নেটওয়ার্কের মালিক ইউসুফ আলীর বিদ্যুৎ আইন ২০১৮ এর ৩২(২) নং ধারা মতে ৫লাখ টাকা জরিমানা আদায় করেছে ভাম্যমান আদালত ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুতের ডিজিএম মোনোয়ারুল ইসলাম ফিরোজী, এজিএম আব্দুস ছালাম, জুনিয়র ইঞ্জিনিয়ার আব্দুল মালেক, এইসি নির্মল কুমার রায়, থানার এসআই ইউনুছ আলী।