অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

পিআইডি নিউজ : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো কোন বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। প্রতিমন্ত্রী এক অভিনন্দন বার্তায় বলেন, প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শক্তিশালী ভারতকে হারিয়ে প্রথম কোনো বিশ্বকাপের শিরোপা অর্জন করায় আমরা আনন্দিত ও গর্বিত। এ টুর্নামেন্টে বাংলাদেশ ধারাবাহিকভাবে ভালো খেলে আজ বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন প্রতিমন্ত্রী।
« বঙ্গবন্ধুকে উৎসর্গ করা হলো ৪৫তম আন্তর্জাতিক কলকাতা পুস্তকমেলা (পূর্বের খবর)