দিনাজপুরের নবাবগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন
 
            
                     
                        
       		মোঃ আব্দুল কাদের, দিনাজপুর (নবাবগঞ্জ) প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে মোগরপাড়া ডিগ্রী কলেজে বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে। শনিবার (০৮ ফেব্রুয়ারী) সকাল ০৯ টায় দিনাজপুরের গাওসুল আযম বিএনএসবি আই  হসপিটাল এর মেডিকেল টিমের সহযোগীতায় এবং আন্ধেরী হিলফে বন জার্মানী এর অর্থায়নে মোগরপাড়া ডিগ্রী কলেজে উক্ত বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে  বিনামূল্যে চক্ষু শিবিরের উদ্বোধন করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম।
এছাড়াও  মোগরপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মুহাঃ শহিদুল ইসলাম, উপাধ্যক্ষ মোঃহারুনুর রশিদ, মোগড়পাড়া দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রুহুল আমিন সহ এলাকার গণ্যমান্য বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  দিনব্যাপী চলা চক্ষু শিবিরে সেবা নিতে আসা রোগীদের বিভিন্ন ধরনের চোখের সমস্যা চিহ্নিত করে চিকিৎসকগণ প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন। পাশাপাশি অস্বচ্ছল গরিব ও অসহায় রোগীদের মধ্যে বিনামূল্যে চোখের ড্রপ ও  প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়।
আয়োজন কমিটির সদস্য মোঃ মোকলেছার রহমান জানান, আজকের এই চক্ষু শিবিরে মোট ১০৫০জন চক্ষু পরীক্ষা করান এবং তাদের মধ্যে ৭৪জনের চোখে ছানি ধরা পড়েছে। তাঁদেরকে দিনাজপুরের গাওসুল আযম বিএনএসবি আই  হসপিটালে পাঠানো হয়।
                        « ডিগ্রী (পাস) কোর্স অনুমোদন লাভের পর   আরও পাঁচ  বিষয়ের অনুমোদন (পূর্বের খবর)
			












