সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক এর মৃত্যুতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর শোক
 
            
                     
                        
       		সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য ইসমত আরা সাদেক এর মৃত্যুতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক শোক ও দুঃখ প্রকাশ করেন। মন্ত্রী বলেন, নারীর ক্ষমতায়ন, জনপ্রশাসনের সেবার মানোন্নয়ন এবং স্থানীয় রাজনীতিতে ইসমত আরা সাদেক প্রশংসনীয় ভূমিকা রেখেছেন। তাঁর অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
এছাড়া, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক, রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা পৃথক পৃথক শোকবার্তায় ইসমত আরা সাদেক এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। ইসমত আরা সাদেক আজ রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।













