রাতে শীতার্তদের মানুষের পাশে সন্ধানী ফমেক ইউনিট ফরিদপুর
            
                     
                        
       		মোঃমাহফুজুর রহমান বিপ্লব, ফরিদপুর প্রতিনিধিঃ গত ২২ ডিসেম্বর দেশের সর্বনিম্ন তাপমাত্রা (১০ ডিগ্রী সেন্টিগ্রেড) বিরাজ করছিল ফরিদপুরে। সেই ধারাবাহিকতা ধরে রাত ১০ টায় একদল তরুণ তরুণীকে শহরের ভাংগা রাস্তার মোড় থেকে নতুন বাস স্ট্যান্ড পর্যন্ত রাস্তার দুপাশে এবং নতুন বাস স্ট্যান্ডে শুয়ে থাকা ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে হেটে হেটে কম্বল বিতরণ করতে দেখা যায়।দেখে যায় এরা সবাই ফরিদপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী এবং সবাই স্বেচ্ছাসেবী সংগঠন ‘সন্ধানী ফরিদপুর মেডিকেল কলেজ ইউনিট’ এর সদস্য।
এ সময় সন্ধানী ফমেক ইউনিটের উপদেষ্টা ডাঃ কামাল আহমেদ, উপদেষ্টা ডাঃ জাহিদুল ইসলাম, কেন্দ্রীয় প্রতিনিধি ওয়াসিম আব্বাস, সাধারণ সম্পাদক সিয়াম ইব্রাহিম সহ প্রায় ২৫-৩০ জন উপস্থিত ছিলেন।  সাধারণ সম্পাদক সিয়াম ইব্রাহীম জানান, দু’দিন ধরে আমরা এভাবে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছি। এটি তাদের দ্বিতীয় বারের মত কম্বল বিতরণ। এই নিয়ে দুই ধাপে আমরা প্রায় দেড়শ কম্বল বিতরণ করেছি। তিনি আরও জানান, সন্ধানী মেডিকেল ও ডেন্টাল ছাত্র-ছাত্রী দ্বারা পরিচালিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই সারা দেশে স্বেচ্ছায় রক্তদান সহ বিভিন্ন সেবা মূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।












