হাতীবান্ধায় জাতীয় পার্টির কার্যালয় উদ্ধোধন
            
                     
                        
       		মোঃজাহাঙ্গীর আলম রিকো, হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় জাতীয় পার্টির নতুন কর্যালয় উদ্ধোধন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার হাজীপাড়া এলাকায় জাপার এ কার্যালয়টি উদ্ধোধন করা হয়েছে। কার্যালয়টি উদ্ধোধনের আগে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। হাতীবান্ধা উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব শরিফুল ইসলাম রুবেলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাপার কেন্দ্রীয় নির্বাহী সদস্য সেলিম মোস্তফা বেঙ্গল। এ সময় আরও বক্তব্য রাখেন, লালমনিরহাট জাপার যুগ্ন আহবায়ক এস, কে খাজা মইন উদ্দিন, সদস্য সচিব সেকেন্দার আলী, লালমনিরহাট সদর জাপার আহবায়ক আকবর ঈমাম প্রমুখ।
« কুষ্টিয়ায় বন্ধুর জন্মদিনে এ্যালকোহল পানে ৩ জনের মৃত্যু (পূর্বের খবর)
			(পরের খবর) হাতীবান্ধায় মাথাবিহীন গরুর বাছুর প্রসব »












