ঝিনাইদহে অস্বাস্থ্যকর খোলা খাবার বিক্রি বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শামীমুল ইসলাম শামীম,ঝিনাইদহ প্রতিনিধি ১২ডিসেম্বর ২০১৯ঃ ঝিনাইদহে অস্বাস্থ্যকর খোলা খাবার বিক্রি বন্ধে প্রচারাভিযানের অংশ হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, অভিভাবক ও পথখাবার বিক্রেতাদের সাথে মতবিনিময় করেছে প্রচারাভিযান সংক্রান্ত এ্যাডভোকেসি কমিটি। বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করে ওয়েলফেয়ার উফোর্টস (উই) নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এ্যাডভোকেসি কমিটির সভাপতি আমিনুর রহমান টুকুর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ওয়েলফেয়ার উফোর্টস (উই) পরিচালক শরিফা বেগম, সরকারি নূরুন্নাহার মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল, পদ্মা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক হাবিবুর রহমান প্রমুখ। এসময় বক্তারা বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে, শহরের বিভিন্ন খোলা স্থানে খাবার বিক্রি হচ্ছে। এতে শিশু ও শিক্ষার্থীরা স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। এজন্য প্রয়োজন সচেতনতা। এসব খোলা খাবার বিক্রি বন্ধে আগামীতে করনীয় নানা বিষয়ে পথখাবার বিক্রেতাদের নানা পরামর্শ প্রদান করা হয়।