প্রধান মেনু

কেউ অপরাধ করলে অপরাধী হিসেবে চিহ্নিত করা হবে — স্থানীয় সরকার মন্ত্রী

লাকসাম (কুমিল্লা), ২২ অগ্রহায়ণ (৭ ডিসেম্বর) : স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, অপরাধের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। দলীয় পরিচয় যাই হোক না কেন কেউ অপরাধ করলে তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হবে। গতকাল বিকেলে কুমিল্লার লাকসামে বঙ্গবন্ধু পৌর কমিউনিটি সেন্টার কাম অডিটোরিয়াম এবং লাকসাম মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজের উদ্বোধন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। স্থানীয় নেতাকর্মীদের হুঁশিয়ার করে মন্ত্রী বলেন, লাকসাম-মনোহরগঞ্জের দলের নেতাকর্মীরা যদি কেউ চাঁদাবাজি, টেন্ডারবাজিতে লিপ্ত থাকে, তাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা হবে। লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাকসাম পৌরসভা মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের।