ফরিদপুর প্রেসক্লাবে দ্বি-বার্ষিক সাধারন সভা
মোঃমাহফুজুর রহমান বিপ্লব, ফরিদপুর প্রতিনিধিঃ উৎসবমুখর পরিবেশে ফরিদপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার সকাল ১১টায় প্রেসক্লাবের নবনির্মিত ভবনে অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর প্রেসক্লাবের কার্য-নির্বাহী কমিটির সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল সভায় সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান। সভায় গত দুই বছরে ক্লাবের মৃত সদস্যদের সম্মানে ১ মিনিট নীরবতা পালন, বিগত সভার কার্য বিবরণী পাঠ, বার্ষিক আয় ও ব্যায়ের রিপোর্ট উপস্থাপন, সিনিয়র পাঁচজন সদস্যকে আজীবন সম্মাননা প্রদান করা হয়।
সভায় কার্য-নির্বাহী কমিটির সকল সদস্যসহ ক্লাবের সকল সদস্য এবং প্রতিষ্ঠাকালীন ৩ জন সদস্য অংশগ্রহণ করেন। এরপর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সদস্য সাজাহান মিয়া, মফিজ ইমাম মিলন, প্রতিষ্ঠাতা সদস্য চৌধুরী বদিউজ্জামান ভাদু। পরে সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল সকলকে ধন্যবাদ দিয়ে সমাপনী বক্তব্য রাখেন। সভায় মুক্ত আলোচনায় বিভিন্ন মতামত তুলে ধরেন সদস্য মাহফুজুল হক মিলন,পান্না বালা, মশিউর রহমান খোকন,নির্মলেন্দ চক্রবর্তী শংকর,আ ত ম আমীর আলী টুকু, এসএম মনিরুজ্জামান, বিল্লাল চৌধুরী ।
২য় পর্বে শুভেচ্ছা জ্ঞাপন ও প্রীতি ভোজে অংশনেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, ফরিদপুর পৌর মেয়র শেখ মাহ্তাব আলী মেথু, ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ঝর্না হাসান, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যাসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সুশিল সমাজের ব্যক্তিবর্গ। এ সময় ফরিদপুরের জেলা প্রশাসককে প্রেস ক্লাব মঞ্চে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
« নোয়াখালীতে জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত (পূর্বের খবর)
(পরের খবর) যুক্তরাষ্ট্রের গ্লোবাল মার্কেট বিষয়ক এসিস্ট্যান্ট সেক্রেটারির সাথে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সাক্ষাৎ »












