ময়মনসিংহে গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতা আইসিইউতে

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আশফাক আল রাফী শাওন গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসিইউতে রয়েছেন। সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী হাসপাতালে গুলিবিদ্ধ শাওনকে দেখতে যান। তিনি জানান, রোববার (২৫ ফেব্রুয়ারি) দিনগত মধ্যরাতে তিনি গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে মমেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। গুলিবিদ্ধ শাওনের বাবা ময়মনসিংহ জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস জানান, কে বা কারা শাওনের পেটের ডানদিকে গুলি করেছে তা এখনো জানা যায়নি। এখন তিনি মোটামুটি আশঙ্কামুক্ত। তবে ব্লিডিং বন্ধ হয়নি। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, আমরা পুরো বিষয়টি তদন্ত করে দেখছি। কিভাবে এ ঘটনাটি ঘটলো, কারা এর সঙ্গে জড়িত তাদের খুঁজে বের করার চেষ্টা করছি।