প্রধান মেনু

সদরপুরে শীত কালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত

সদরপুর (ফরিদপুর ) থেকে মোশারফ হোসেন ॥ ফরিদপুরের সদরপুরে ৪৭ তম বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে শীত কালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরন অণুষ্ঠান আজ রবিবার সকালে বেগম কাজী জেবুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অণুষ্ঠিত হয়। পরে দুপুরে উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদারের সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরুস্কার বিতরন করেণ উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ শফিক উল্লাহ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জালাল উদ্দিন, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোফাজ্জেল হোসেন প্রমুখ। অণুষ্ঠিত উপজেলার সকল মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহন করে। ক্রিকেট, ভলিবল, ব্যাটমিন্টন প্রতিযোগিতায় ছাত্রদের মধ্যে চ্যাম্পিয়ন হিসেবে গৌরভ অর্জন করেণ বাইশরশি শিব সুন্দরী একাডেমী ও ক্রিকেট, ভলিবল, ব্যাটমিন্টন প্রতিযোগিতায় ছত্রীদের মধ্যে চ্যাম্পিয়ন হিসেবে গৌরভ অর্জন করেণ বেগম কাজী জেবুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।