প্রধান মেনু

সহযোগিতা ও অংশীদারিত্ব জেন্ডার সমতা অর্জনে জোরদার ভূমিকা রাখবে — মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী

ঢাকা, ১২ অগ্রহায়ণ (২৭ নভেম্বর) : ম‌হিলা ও শিশু বিষয়ক প্র‌তিমন্ত্রী ফ‌জিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, সহযোগিতা ও অংশীদারিত্ব এশিয়া – প্যাসিফিক অঞ্চলে নারীর উন্নয়ন, ক্ষমতায়ন ও জেন্ডার সমতা অর্জনে জোরদার ভূমিকা রাখবে। ইকনোমিক এন্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া এন্ড প্যাসিফিক (এসক্যাপ) কনফারেন্স নারী নেতৃত্ব বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন। প্রতিমন্ত্রী আজ থাইল্যান্ডের ব্যাংককে ইউনাইটেড ন্যাশনস কনফারেন্স সেন্টারে বেইজিং প্লাস ২৫ রিভিউ বিষয়ে এশিয়া প্যাসিফিক মিনিস্ট্রিয়াল কনফারেন্সে বক্তৃতাকালে এসব কথা বলেন।

২৭-২৯ নভেম্বর ব্যাংককে অনুষ্ঠিত এ কনফারেন্সে প্রতিমন্ত্রীর নেতৃত্বে এ প্রতিনিধিদলে রয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার। প্রতিমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়নে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। ওয়ার্ল্ড জেন্ডার গ্যাপ রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে বিশ্বের ১৪৯ দেশের মধ্যে ৪৮তম ও রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে বিশ্বে ৫ম স্থানে রয়েছে। এ সকল অর্জনে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্য সব দেশের উপরে অবস্থান করছে।