প্রধান মেনু

হাতীবান্ধায় লবণ গুজব প্রতিরোধে মাঠে পুলিশ প্রশাসন

মোঃজাহাঙ্গীর আলম রিকো, হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধিঃ লালমনিরহাটে লবণের সংকটের গুজব প্রতিরোধে মাঠে কাজ করছে স্থানীয় প্রশাসন। গত দুই দিন ধরে জেলা প্রশাসন ও জেলা পুলিশ যৌথ ভাবে সাধারণ জনগণকে গুজবে কান না দিতে জনসচেতনতা মুলক প্রচার করে যাচ্ছে।

জেলার হাতীবান্ধায় ইএনও সামিউল আমিন, সহকারী পুলিশ সুপার (বি- সার্কেল) তাপস কুমার সরকার, এসিল্যান্ড শামীমা আক্তার ও হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক ওই উপজেলার বিভিন্ন হাট ও বাজারে ঘুরে ঘুরে হ্যান্ড মাইকের মাধ্যমে স্থানীয় জন সাধারণকে গুজবে কান না দিতে অনুরোধ করে বলেন,দেশে বর্তমানে সাড়ে ছয় লাখ মেট্রিক টনের বেশি ভোজ্য লবণ মজুত রয়েছে।

এর মধ্যে কক্সবাজার ও চট্টগ্রামের লবণ চাষিদের কাছে চার লাখ ৫ হাজার মেট্রিক টন এবং বিভিন্ন লবণ মিলের গুদামে দুই লাখ ৪৫ হাজার মেট্রিক টন লবণ মজুত রয়েছে। লালমনিরহাট সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) তাপস কুমার সরকার বলেন, গুজব ছাড়ানো ফৌজদারী অপরাধ। এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ রইল। কেউ যদি লবণের কৃত্রিম সংকট তৈরীর চেষ্টা করে বা অতিরিক্ত দামে লবণ বিক্রি করেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।