হাতীবান্ধায় লবণ গুজব প্রতিরোধে মাঠে পুলিশ প্রশাসন

মোঃজাহাঙ্গীর আলম রিকো, হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধিঃ লালমনিরহাটে লবণের সংকটের গুজব প্রতিরোধে মাঠে কাজ করছে স্থানীয় প্রশাসন। গত দুই দিন ধরে জেলা প্রশাসন ও জেলা পুলিশ যৌথ ভাবে সাধারণ জনগণকে গুজবে কান না দিতে জনসচেতনতা মুলক প্রচার করে যাচ্ছে।
জেলার হাতীবান্ধায় ইএনও সামিউল আমিন, সহকারী পুলিশ সুপার (বি- সার্কেল) তাপস কুমার সরকার, এসিল্যান্ড শামীমা আক্তার ও হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক ওই উপজেলার বিভিন্ন হাট ও বাজারে ঘুরে ঘুরে হ্যান্ড মাইকের মাধ্যমে স্থানীয় জন সাধারণকে গুজবে কান না দিতে অনুরোধ করে বলেন,দেশে বর্তমানে সাড়ে ছয় লাখ মেট্রিক টনের বেশি ভোজ্য লবণ মজুত রয়েছে।
এর মধ্যে কক্সবাজার ও চট্টগ্রামের লবণ চাষিদের কাছে চার লাখ ৫ হাজার মেট্রিক টন এবং বিভিন্ন লবণ মিলের গুদামে দুই লাখ ৪৫ হাজার মেট্রিক টন লবণ মজুত রয়েছে। লালমনিরহাট সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) তাপস কুমার সরকার বলেন, গুজব ছাড়ানো ফৌজদারী অপরাধ। এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ রইল। কেউ যদি লবণের কৃত্রিম সংকট তৈরীর চেষ্টা করে বা অতিরিক্ত দামে লবণ বিক্রি করেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।