প্রধান মেনু

ডিজিটাল সেন্টারকে ‘ওয়ানস্টপ সার্ভিস সেন্টার’ হিসেবে গড়ে তুলছে সরকার –এলজিআরডি মন্ত্রী

ঢাকা, ২৬ কার্তিক (১১ নভেম্বর) : স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বর্তমানে ডিজিটাল সেন্টারের মাধ্যমে ১৫০ এর অধিক সেবা প্রদান করা হচ্ছে। সময়ের প্রয়োজনে ডিজিটাল সেন্টারকে ‘ওয়ানস্টপ সার্ভিস সেন্টার’ হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে ডিজিটাল সেন্টারের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একসেস টু ইনফরমেশন (এটুআই)- এর উদ্যোগে ‘ইনোভেশন টক’ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন হচ্ছে শহরের সব সুবিধা গ্রামীণ মানুষের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া। শুধু নদীভাঙন বা দারিদ্র্যের কারণেই মানুষ গ্রাম ছেড়ে শহরে আসে না, শিক্ষিত যুব সমাজের মধ্যেও শহরে আসার প্রবণতা রয়েছে। তাদের যদি একটি ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে ঢাকা এবং পুরো বিশ্বের সঙ্গে যুক্ত করে দেওয়া যায় তাহলে তাদের শহরে আসা রোধ করা সম্ভব। এই কাজটিই করছে ডিজিটাল সেন্টার।

বিশেষ অতিথির ভাষণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, সারাদেশে ৫ হাজার ৮৬৫টি ইউনিয়ন ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে। জনগণের দোরগোড়ায় সরকারের সেবা পৌঁছে দিতে শুধু দেশেই নয় সারা বিশ্বের কাছে সাফল্যের দৃষ্টান্ত হিসেবে ইউনিয়ন ডিজিটাল সেন্টার প্রশংসিত হয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ, এটুআই’র প্রকল্প পরিচালক ড. মোঃ আব্দুল মান্নানসহ দেশের বিভিন্ন স্থানে অবস্থিত ডিজিটাল সেন্টারের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রান্তিক পর্যায় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন ডিজিটাল সেন্টার এর প্রতিনিধিগণ অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন।