লালমনিরহাটে মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধিঃ প্রতিষ্ঠার শুভক্ষনে উৎসবে মাতি ” এই শ্লোগানে লালমনিরহাটে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। ১০ বছরে পদার্পন উপলক্ষে আজ নজির হলরুমে দুপুরে র্যালি শেষে এক আলোচনা সভায় মিলিত হয়। গেরিলা লিডার বীর মুক্তিযোদ্ধা ড,এস এম শফিকুল ইসলাম কানুর সভাপতিত্বে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্টানের আয়োজন করে মোহনা টিভির দর্শন ফোরাম লালমনিরাট জেলা শাখা। এতে প্রধান অতিথি ছিলেন, লালমনিরহাট পুলিশ সুপার এস এম রশিদুল হক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও বিভাগের সহকারি অধ্যাপক মোজাম্মেল হক, ইউনও জয়শ্রী রানী, নারী সমাজ সেবক কবি ফেরদৌসী বেগম বিউটি ও স্থানীয় সাংবাদিক বৃন্দ।